Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রযুক্তির হাত ধরে ফের বড় পর্দায় ফিরছে ‘টাইটানিক’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৭:৪৫ পিএম

সিনেমার আধুনিক ইতিহাসে ১৯৯৭ সালটা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই বছরই মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের বিখ্যাত ছবি ‘টাইটানিক’। ২৫ বছর পেরিয়ে সেই ছবিই ফের ফিরছে বড় পর্দায়। তবে এবার একটু অন্য ভাবে। ক্ল্যাসিক এই সিনেমা হাত ধরেছে নতুন প্রযুক্তির। আর তাই এবার হাই-ফ্রেম-রেটে থ্যিডি ৪কে এইচডিআর ফর্ম্যাটে ‘টাইটানিক’ দেখতে পাবেন দর্শক। আগামী ১০ ফেব্রিয়ারি বড় পর্দায় ফের দেখা যাবে ছবিটি।

মুক্তির সঙ্গে সঙ্গে যে কী ঝড় তুলেছিল ‘টাইটানিক’, তা পঁচিশ বছর পরেও মনে রেখেছেন সিনেপ্রেমীরা। রোজ এবং জ্যাক হিসাবে পাকাপাকি ভাবে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন কেট উইনস্লেট এবং লিওনার্দো দ্য ক্যাপ্রিও। ১৯৯৮-তে সেরা ছবি, পরিচালনা এবং সম্পাদনা বিভাগে অস্কার জিতেছিলেন পরিচালক ক্যামেরন স্বয়ং। এ ছাড়াও সব বিভাগ মিলিয়ে মোট ১১টি অস্কার এসেছিল ছবির ঝুলিতে। আর বক্স অফিসের সাফল্য তো ছিল প্রায় ধরাছোঁয়ার বাইরে। ২০০৯-এ ‘অ্যাভাটর’ আসার পর ক্যামেরনের বক্স অফিসের রেকর্ড ভাঙেন ক্যামেরন নিজেই। এই ‘অ্যাভাটর’ সিনেমাও নতুন প্রযুক্তিতে নতুন হয়েই ধরা দিয়েছে দর্শকের সামনে। ঠিক একই ভাবে ২৫ বছর পূর্তিতে টাইটানিক-কে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। এই উপলক্ষে নতুন পোস্টার ও ট্রেলারও রিলিজ করা হয়েছে।

নতুন করে মুক্তির মুহূর্তে দাঁড়িয়ে পুরনো স্মৃতিতে বুঁদ পরিচালক স্বয়ং। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছবি তৈরির সময় তারা গবেষণায় অনেকখানি গুরুত্ব দিয়েছিলেন। কোনও একটি ঐতিহাসিক ঘটনার নানারকম ভাষ্য থাকতে পারে, তবে তথ্যগত ভাবে যতটা নিখুঁত হওয়া যায়, সেদিকেই জোর দিয়েছিলেন তিনি। পাশাপাশি তৈরি করা হয়েছিল কাল্পনিক চরিত্রও। এই দুয়ের মিলমিশ ঘটানো তাই জরুরি ছিল। আর তাই লিওনার্দো এবং কেট ছাড়া অন্য কাউকে জ্যাক ও রোজের চরিত্রে ভাবতে পারেননি তিনি। যদিও লিওনার্দোর কাস্টিং নিয়ে গোড়ায় কিছু সমস্যা হয়েছিল। তবে পরিচালক স্মৃতিচারণ করে বলেছেন, ভাগ্যিস তা মিটে গিয়েছিল। ক্যামেরনের মত, লিও আর কেট না থাকলে টাইটানিক হয়তো এই মাত্রার একটি ছবি হয়ে উঠতে পারত না।

সিনেমা প্রযুক্তি নির্ভর শিল্প। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলায়। ফলে সিনেমা দেখার অভিজ্ঞতাও বদলাতে বাধ্য। আধুনিক সময়ে এই বিষয়টিকে সার্থক ভাবে যিনি রূপায়িত করছেন তিনি জেমস ক্যামেরন। ক্ল্যাসিক একটি ছবিকে প্রায় আড়াই দশক পরে নতুন প্রযুক্তিতে নতুন করিয়ে ফিরিয়ে আনা নিঃসন্দেহে সাহসি পদক্ষেপ। দর্শকের কাছে ‘টাইটানিক’-এর আবেদন হয়তো একই রকম আছে। তবে প্রযুক্তির উন্নতিতে দর্শককে আরও একবার নতুন অভিজ্ঞতাই দিতে চান ক্যামেরন। আর তাই ফিরছে ‘টাইটানিক’। বিশেষত যে দর্শক বড় পর্দায় এ ছবি দেখার সুযোগ পাননি, তাদের কাছে এ যে সুবর্ণসুযোগ, তা বোধহয় বলাই যায়। সূত্র: কসমোপলিটন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইটানিক

১১ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ