Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইটানিকে বসে লেখা শেষ চিঠি রেকর্ড দামে বিক্রি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ব্রিটিশ জাহাজ টাইটানিকে বসে লেখা সর্বশেষ চিঠিটি রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। ১৯১২ সালের ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাবার আগে লেখা ওই চিঠিটি ২ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৩ই এপ্রিল এটি লেখা হয়েছিল। টাইটানিকে বসে লেখা চিঠিগুলোর মধ্যে একটি ১ লাখ ৫৭ হাজার ডলারে বিক্রি হয়েছিল। সেটিই ছিল এতোদিন পর্যন্ত রেকর্ড মূল্য। বিক্রি হওয়া নতুন চিঠিটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে। টাইটানিকের যাত্রী মার্কিন ব্যবসায়ী অস্কার হলভারসন তার মাকে ওই চিঠিটি লিখেছিলেন। হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নামের এক নিলাম প্রতিষ্ঠানের মাধ্যমে চিঠিটি বিক্রি করেছে তার পরিবার। টাইটানিকের নোটপেপারে লেখা একমাত্র ওই চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে গিয়েছিল। পরে তা উদ্ধার করা হয়। পানিতে ডুবে গেলেও চিঠিটি নষ্ট হয়ে যায়নি। টেলিফোনে এর নিলামে অংশ নিয়েছিলেন ব্রিটিশ এক নাগরিক। তিনিই বিপুল দাম দিয়ে চিঠিটি কিনে নেন। নিলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যান্ড্রু অ্যালড্রিজ জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন। হলভারসন ও তার স্ত্রী ম্যারি টাইটানিকে উঠেছিলেন সাউদাম্পটন থেকে। গন্তব্য ছিল তাদের নিউইয়র্কের বাড়ি। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের নিয়ে কিছু কথা। তিনি লিখেছিলেন, জাহাজটা বিশাল বড় এবং দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তাঁর স্ত্রীও রয়েছে আমাদের সাথে। কোটি কোটি টাকা থাকলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইটানিক

১১ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ