Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে টাইটানিকসহ বাংলায় ডাবিংকৃত চার চলচ্চিত্র এটিএন বাংলায়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

বিশ্বখ্যাত হলিউড মুভি ‘টাইটানিক’ এবার দেখা যাবে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনে। আসছে ঈদের দিন দুপুর ৩টায় চলচ্চিত্রটি প্রচার হবে এটিএন বাংলায়। দর্শকদের জন্য চলচ্চিত্রটি বাংলায় ডাবিং করে প্রচার করা হবে। উল্লেখ্য ১৯৯৭ সালে মুক্তি পায় চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের পরিচালক, লেখক ও সহ প্রযোজক বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। এই চলচ্চিত্রটি তৈরিতে মোট ব্যয় হয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় অর্জন ১১টি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেয়া এবং সর্বকালের সবচেয়ে বেশী উপার্জন করা। টাইটানিক ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরো ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে। ঈদের তৃতীয়দিন সকাল ১০.৩০টায় প্রচার হবে হলিউড মুভি ‘ব্রেভহার্ট’, পরিচালনা- মেল গিভসন। ঈদের চতুর্থদিন সকাল ১০.৩০টায় প্রচার হবে হলিউড মুভি ‘দি ট্রান্সপোর্টার’, পরিচালনা- লুই ল্যাটেরিয়ার ও কোরি ইউয়েন। ঈদের পঞ্চমদিন সকাল ১০.৩০টায় প্রচার হবে হলিউড মুভি ‘ডাইহার্ড-ফোর’, পরিচালনা- লেন উইসম্যান। এছাড়া ঈদের ষষ্ঠদিন সকাল ১০.৩০টায় প্রচার হবে হলিউড মুভি ‘এক্স-ম্যান: ইউনাইটেড’, পরিচালনা- ব্র্যায়ান সিঙ্গার। উল্লেখ্য, দশদিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রতিদিনই প্রচার হবে দুটি করে চলচ্চিত্র। একটি চলচ্চিত্র প্রচার হবে সকাল ১০.৩০টায় এবং অন্যটি দুপুর ৩টায়। হলিউডের এই ৫টি চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের বাকী যে চলচ্চিত্র প্রচার হবে এর মধ্যে শাকিব খান ও বুবলি অভিনীত ‘বসগিরি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এটিএন বাংলার মাধ্যমে। বসগিরি ছাড়াও শাকিব খান অভিনীত আরো ১১টি প্রচার করবে এটিএন বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ