মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘টাইটানিক’ ছবির শেষ দৃশ্য। নায়ক ‘জ্যাক’-এর মৃত্যু হয়েছিল সমুদ্রের পানিতে ডুবে। বাস্তবে নাম লিওনার্দো ডি ক্যাপ্রিও। তবে এবার বাস্তবে তিনি ডুবলেন না। বরং তিনিই ডুবন্ত এক ব্যক্তির প্রাণ বাঁচালেন।
কয়েক দিন আগের কথা। বছরের শেষদিকে ছুটি কাটাতে সেন্ট বার্টস শহরের বুকে ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে যান লিও। সমুদ্রতটে প্রেমিকা ক্যামিলা ম্যারোন ও বন্ধুদের সঙ্গে তিনি সমুদ্রস্নান করছিলেন। সে সময়েই জাহাজ থেকে সমুদ্রের পানিতে পড়ে যাওয়া ভিক্টর নামে এক পর্যটককে উদ্ধার করে তার প্রাণ বাঁচান হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও।
জানা গেছে, লিওরা যখন স্নান করছিলেন তখন ওই সমুদ্রতটের কাছ দিয়ে একটি বিলাসবহুল জাহাজ যাচ্ছিল। ভিক্টর মদ্যপ অবস্থায় টাল সামলাতে না পেরে জাহাজের ডেক থেকে একেবারে সমুদ্রে পড়ে যান। জাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করেন। সমুদ্র সৈকতে থাকা কেউ যেন ডুবন্ত ভিক্টরকে উদ্ধার করেন, সেই আর্জিও জানান তিনি। ক্যাপ্টেনের কথা শোনামাত্রই দ্রুত জাহাজের কাছে সাঁতরে চলে যান লিওনার্দো। তার সঙ্গে উদ্ধারকার্যে নামেন অন্য বন্ধুরাও।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ভিক্টরকে দেখতে পাননি কেউ। সূর্য ডোবার ঠিক আগে সাবা আইল্যান্ডের কাছে ভিক্টরকে দেখতে পান লিও। সেই সময়ই একটি বিশাল ঢেউ আর একটু হলেই মদ্যপ, প্রায় সংজ্ঞাহীন ভিক্টরের উপর আছড়ে পড়ছিল। কিন্তু লিও দ্রæত সেখানে সাঁতরে পৌঁছে ভিক্টরকে আঁকড়ে ধরে তাকে বাঁচান।
প্রত্যক্ষদর্শীদের কথায়, লিওনার্দো বিশ্ববিখ্যাত হলিউডের তারকা হওয়া সত্তে¡ও একজন সাধারণ মানুষকে প্রাণে বাঁচাতে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন। ঠিক যে মুহূর্তে ভিক্টর ডুবে যাচ্ছিলেন তখনই লিও গিয়ে তাকে উদ্ধার করেন।
প্রায় ১১ ঘণ্টা ধরে লিও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে খুঁজে বের করলেন, তা দেখে তাদের কুর্নিশ জানায় সমুদ্র সৈকতে উপস্থিত পর্যটকরা। সূত্র : ইউএসএ টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।