Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোশিমঠের পর এবার আলিগড়! বহু বাড়িতে ফাটল ঘিরে বাড়ছে আতঙ্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৮:২৩ পিএম

যোশিমঠের পর এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড়েও ফাটল আতঙ্ক। জেলার কানওয়ারিগঞ্জ অঞ্চলে বহু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। আচমকাই এই ফাটলের সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এখনও পর্যন্ত প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। ফলে কার্যতই আতঙ্ককে সঙ্গী করেই দিন গুজরান করতে হচ্ছে সকলকে।

ঠিক কী পরিস্থিতি? স্থানীয় বাসিন্দা শশী জানাচ্ছেন, ‘গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আমাদের আতঙ্কিত হয়ে বসবাস করতে হচ্ছে। আমরা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। কিন্তু এলাকার পুরসভা কেবলই আশ্বাস দিয়ে চলেছে। কিন্তু কোনও পদক্ষেপই করেনি। আমাদের ভয়, বাড়িগুলো ভেঙে পড়তে পারে।’

কিন্তু কেন আচমকাই ফাটল দেখা যাচ্ছে ওই এলাকায়? স্থানীয়দের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইন বসানোর পরই বিপত্তি। কেননা পাইপালাইনে ফাটল দেখা দিয়েছে। আর এর থেকেই ফাটল ছড়াতে শুরু করেছে। অভিযোগ, গত ৩-৪ দিন ধরেই লাগাতার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পদক্ষেপ করছে না প্রশাসন। যদিও ওই পুরসভার অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদবের দাবি, তারা বিষয়টির দিকে লক্ষ রেখেছেন। শিগগিরি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তার কথায়, ‘আমরা সবে জানতে পেরেছি কানওয়ারিগঞ্জে বহু বাড়িতে ফাটল দেখা দেওয়ার বিষয়ে। কিন্তু এখনও বিশদে কিছু জানা যায়নি। এলাকা পরিদর্শনে আমাদের দল যাবে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে।’

এ মুহূর্তে গোটা ভারত উদ্বিগ্ন যোশিমঠ নিয়ে। ইতিমধ্যেই সেখানকার একাধিক বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। এর মধ্যে রয়েছে দু’টি হোটেলও। এই বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, দেশের সমস্ত বিষয়ই একসঙ্গে গুরুত্বপূর্ণ হতে পারে না। এই সমস্যার সমাধান করতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। মামলার শুনানির জন্য ১৬ জানুয়ারির তারিখ চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আতঙ্ক

১৫ জুলাই, ২০২২
৫ জুলাই, ২০২২
২০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ