Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে বাচ্চারের খাবারে ক্ষতিকারক রং পৃথক পৃথক অভিযানে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৪:৩৭ পিএম

নেছারাবাদে পৃথক পৃথক অভিযানে দুইটি বেকারি এবং একটি রেস্টুরেন্ট-কে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও মেয়াদ বিহীন বেকারি সামগ্রী উৎপাদনের অপরাধে ভাই ভাই বেকারি-কে দশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহাবুব উল্লাহ মজুমদার ওই আদালত পরিচালনা করেন।

অপরদিকে অপরিছন্নার অপরাধে রহিম বেকারী-কে পাচ হাজার এবং বিদ্যালয়ের সামনে বাচ্চাদের খাবারে ক্ষতিকারক রং ব্যবহারের অপরাধে রাজমনি রেষ্টুরেন্ট-কে পাচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাধিকার সংরক্ষন আইনে তাদের ওই জরিমানা করা হয়। পিরোজপুর ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশিষ রায় অভিযান পরিচালনা করেন।
এসময় সাথে ছিলেন, নেছারাবাদ স্যানিটারি ইন্সপেক্টর হারন-অর-রশিদ। অভিযানে সহযোগীতা করেন নেছারাবাদ থানা পুলিশের একটি টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ