Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএমএ নির্বাচনে মেয়র সমর্থিতরাই জয়ী

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে চট্টগ্রামে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। পরাজিত হয়েছে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত প্যানেলের বেশিরভাগ প্রার্থী।
চট্টগ্রাম শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত মুজিব-ফয়সল পরিষদই এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১টায় ফলাফল ঘোষণা করেন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচন কমিশনের আহ্বায়ক ডা. আলাউদ্দিন মজুমদার। তিনি জানান, এবারের নির্বাচনে চট্টগ্রামের ৪ হাজার ৪৪২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৪০০ জন তাদের ভোট দিয়েছেন।
সভাপতি পদে মুজিবুল হক খান পেয়েছেন দুই হাজার ১১৯ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. নাসির উদ্দিন মাহমুদ পেয়েছেন এক হাজার ১২৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ফয়সল ইকবাল দুই হাজার ২৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আ ম ম মিনহাজুর রহমান পান ৯৫৯ ভোট।
পরাজিত নাসির-মিনহাজ পরিষদকে সমর্থন দিয়েছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। দুটি প্যানেলই নিজেদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত বলে দাবি করেছিল। বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্জনের ঘোষণার মধ্যে সারাদেশের চিকিৎসকরা বিএমএ নির্বাচনে ভোট দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএমএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ