Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভর্নর আব্দুল মোনয়েম খান ছিলেন সৎ সুশাসক-বিএমএল

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : সৎ ও নিষ্ঠাবান সুশাসক গর্ভনর আব্দুল মোনয়েম খান ছিলেন উন্নয়নের রাজনীতিতে স্মরণীয় ব্যক্তি। তদানিন্তন সময়ে মরহুম গর্ভনর আব্দুল মোনয়েম খান এর আমলে ঢাকা শাহাবাগে অবস্থিত পিজি হাসপাতালসহ ৭টি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, রাজেন্দ্রপুর মেশিন টুলস ফ্যাক্টরি অনেক প্রতিষ্ঠান হয়েছে। এসব প্রতিষ্ঠান জাতীয় উন্নয়ন গতিশীল করেছে।
মরহুম গর্ভনর আব্দুল মোনয়েম খান এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ মুসলিমলীগ-বিএমএল উদ্দ্যেগে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
বাংলাদেশ মুসলিমলীগ বিএমএল, সভাপতি এ.এইচ.এম. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুম আব্দুল মোনয়েম খান এর জীবনী আলোচনা কালে বক্তারা আরো বলেন “তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থাকা কালে তিনি এদেশের সাতটি মেডিকেল কলেজ স্থাপন করেন এবং স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনয়নের নানাবিদ দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণ করেন।
স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, যুগ্ম মহাসচিব কে এম নজরুল ইসলাম, আইন ও সংসদ বিষয়ক সম্পাদক, এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ ফকির প্রমুখ নেতৃবৃন্দ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গভর্নর আব্দুল মোনয়েম খান ছিলেন সৎ সুশাসক-বিএমএল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ