Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন ডা. সৈয়দ আক্তার হোসেন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

মৌলভীবাজার বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস’র প্রিন্সিপাল ডা. সৈয়দ আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ১ সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা। ২০০৯ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর তিনি নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস’র প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে এই চিকিৎসক এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খার পাড়ায় তার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএমএ’র-সিনিয়র-সদস্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ