Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের জন্য সহায়তা কমানোর প্রতিশ্রুতি দিয়ে স্পিকার হয়েছেন ম্যাকার্থি: টেলিগ্রাফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ১:৪৭ পিএম

ইউক্রেনকে আমেরিকার পক্ষ থেকে সহায়তা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।

তিন দিন দফায় দফায় ভোটাভুটির পরও যখন রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন কংগ্রেসম্যান ম্যাকার্থিকে সমর্থন দিতে রাজি হননি তখন ম্যাকার্থি তাদের এই দাবির মুখে নতিস্বীকার করেন এবং চূড়ান্ত পর্যায়ে এসব কট্টরপন্থী কংগ্রেসম্যানের ভোট লাভে সমর্থ হন।

তারা কেভিন ম্যাকার্থির সঙ্গে এই চুক্তিতে এসেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়াই করার জন্য অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সীমিত করে তোলার জন্য একটি বিল পাস করতে হবে।
তাদের এই দাবির কাছে নতি স্বীকার করেন ক্যালিফোর্নিয়া থেকে রিপাবলিকান পার্টির নির্বাচিত কংগ্রেসম্যান কেভিন ম্যাকারর্থি। রিপাবলিকান পার্টির কট্টরপন্থী এসব কংগ্রেসম্যানের কারণে ম্যাকার্থি বহু চেষ্টা করেও স্পিকার নির্বাচিত হতে পারছিলেন না। লন্ডন থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকা এ খবর দিয়েছে। চুক্তির পরে ১৫তম দফায় নির্বাচিত হতে সক্ষম হন ম্যাকার্থি স্পিকার।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারপরও কয়েকজন কট্টরপন্থি কংগ্রেসম্যানের কারণে তিনি স্পিকার নির্বাচিত হতে বারবার বাধার মুখে পড়েন। দলের অন্যতম নেতা ম্যাট গেইটজ বিশ জন কংগ্রেসম্যান নেতৃত্ব দিচ্ছিলেন যারা বেকারত্বের নির্বাচনের বিরোধিতা করেন। তারা সাবেক নিউজ ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে দাবি জানান। সূত্র: দ্য টেলিগ্রাফ



 

Show all comments
  • আলি ৯ জানুয়ারি, ২০২৩, ২:০৯ পিএম says : 0
    যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা নিন
    Total Reply(0) Reply
  • আমান ৯ জানুয়ারি, ২০২৩, ২:১০ পিএম says : 0
    যুদ্ধ চললে সব দেশেরই ক্ষতি হবে, আপনাদের উচিত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ