মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন করে রুশ বাহিনীর হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। এতে অন্ধকারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল শীতে বিদ্যুৎহীন অন্তত ১ কোটি ইউক্রেনীয় বাসিন্দা। এই শীতে অনেক শিশু এবং বৃদ্ধ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা যায়, আমরা করছি।”
তিনি জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমে ৬টি ক্রুজ মিসাইল ও পাঁচটি ড্রোন ধ্বংস করেছেন তারা। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।
শীত আসার আগে যুদ্ধ কীভাবে থামানো যায়, তা নিয়ে এক সময় দীর্ঘ আলোচনা চালিয়েছিল ইউক্রেন-সহ ইউরোপের দেশগুলো। কিন্তু সে আলোচনা সফল হয়নি। এখন শীতের মধ্যে জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। মাঝেমধ্যেই অন্ধকারে ডুবছে বিস্তীর্ণ এলাকা। সূত্র: সিএনবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।