Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী সেভিল

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশটির মুসলিম সংখ্যালঘু এবং বামপন্থী একজন নারীর নাম প্রস্তাব করা হয়েছে। তার নাম সেভিল শাইদেহ। রোমানিয়ার আইন অনুসারে, তাকে প্রথমে প্রেসিডেন্ট ক্লস আইওহান্নির অনুমোদনের পর পার্লামেন্টের আস্থা ভোটে (কনফিডেন্স) জয়ী হতে হবে। এর আগে শাইদেহ রোমানিয়ার আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খবরে বলা হয়, পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর রোমানিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) চেয়ারম্যান লিভিউ ড্রাগনেয়া প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করেন। তবে তার নাম অবশ্য তেমনভাবে আলোচিত হচ্ছিল না। ড্রেগনিয়া বলেন, ‘আমি আশা করছি, প্রস্তাবটি দ্রুতই গৃহীত হবে। কারণ, আগামী ১০ জানুয়ারির মধ্যে আমাদের বাজেট পরিকল্পনা অনুমোদন করতে হবে। ৫২ বছর বয়সী শাইদেহ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য হলেও ১ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেননি। তবে ২০১৫ সালে ৬ মাস আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্টের স্বীকৃতি পেলে তুর্কি বংশোদ্ভূত এই নারীই হবেন রোমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে দেশটির এমন গুরুত্বপূর্ণ পদে কোনো মুসলিম নেত্রী। গত ১১ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে পিএসডি জোটবদ্ধভাবে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের ৪৬৫ আসনের মধ্যে ২৫০টি আসন পেয়েছে। দলটির সঙ্গে অপর যে দলটি রয়েছে, তা হলো এএলডিই। প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগের আগে প্রেসিডেন্ট সব দলের সঙ্গে আলোচনা করবেন। উল্লেখ্য, রোমানিয়ার মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মুসলিম। আর দেশটি ২০০৪ সাল থেকেই ন্যাটোর সদস্য। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সপ্তম বৃহত্তম জনসংখ্যার দেশ। রোমানিয়ার রাজনীতি একটি আধা-প্রেসিডেন্টশাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রটির প্রধান। তবে সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ করার আগে প্রেসিডেন্ট ক্লাউস লোহানিসের অন্যান্য দলের সাথে আলোচনা করবেন। ডেইলি সাবাহ, এক্সপ্রেস ট্রিবিউন, নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ