Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম-হিন্দু উত্তেজনা লন্ডনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

লন্ডনের লেস্টারে মুসলিম ও হিন্দু যুবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, গত ২৮ অগস্ট ভারত পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচের পর থেকেই উত্তপ্ত লন্ডনের লেস্টারশায়ার। সেই ম্যাচে পাকিস্তানকে ভারত হারাতেই মেল্টন রোড, বেলগ্র্যাভে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই ঘটনায় আপাতত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের ও বিতর্কিত নিবন্ধ উদ্ধার হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের পর সামাজিক মাধ্যমে খবর রটতে থাকে যে লেস্টারশায়ারের বিভিন্ন অংশে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। তবে পরে এ নিয়ে লন্ডন পুলিশ জানায়, ‘আমরা কিছু রিপোর্ট পেয়েছি সামাজিক মাধ্যমে যেখানে মসজিদ ভাঙার কথা বলা হয়েছে। আমাদের স্টাফরা গ্রাউন্ডে রয়েছেন। আমাদের অফিসাররা নিশ্চিত করেছেন এটা ভুল তথ্য। দয়া করে সত্যিটা শেয়ার করুন।’ সামাজিক মাধ্যমে আরও একটি তথ্য উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে লন্ডনে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে এবং মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। আর তার নেপথ্যে পাকিস্তানি সংগঠন রয়েছে বলেও খবর চাউর হয়েছে। এরপর থেকেই সংঘাতের মাত্রা বেড়েছে। তবে জানা গেছে এটা গুজব। লন্ডনের পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত দুই পক্ষই যেন শান্তি বজায় রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। মুসলিম নেতারা সম্প্রদায়ের সদস্যদের যাচাই না করে কোনো ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। টিআরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম-হিন্দু উত্তেজনা লন্ডনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ