Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের বিভাগীয় সম্মেলনে বক্তারা রাসূল সা.-এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়া সম্ভব

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ইসলামী ঐক্য আন্দোলন বরিশাল বিভাগীয় সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়তে রাসূল (সা.) আগমন করেছিলেন। তারা বলেন, যখন হত্যা, গুম, সন্ত্রাস, রাহাজানি, নারী নির্যাতন সহ নানা অপকর্মে পৃথিবীতে নেমে এসেছিল অন্ধকারের অমানিশা, তখন আলোক বর্তিকা নিয়ে আগমন করলেন বিশ্বসেরা মহামানব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)। আজ ইসলামের মহান আদর্শকে বিতর্কিত করার জন্য একদল উগ্রবাদী যুবককে ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাÐ করতে সারা পৃথিবীতে বিভিন্ন নামে ছড়িয়ে দেয়া হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, প্রচলিত আইন দিয়ে সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব নয়, জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়া সম্ভব। নেতৃবৃন্দ বলেন, যারা ইসলামের অন্যতম ফরজ ইবাদত জিহাদকে সন্ত্রাস বলে চিহ্নিত করতে চায় তাদেরকে পবিত্র কোরআন ও রাসূল (সা.) এর জীবনী অধ্যয়ন করতে হবে। তারা সন্ত্রাস প্রতিরোধে জাতীয় শিক্ষা পাঠক্রমের সকল স্তরে কুরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবী জানান। তারা পারিবারিক ভাবে ইসলামী জ্ঞান চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ মায়ানমারসহ সারা দুনিয়ার মুসলিম নির্যাতনের নিন্দা জানান।
গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় ভোলার নতুন বাজার চত্বরে কবি মোজাম্মেল হক টাউন হলে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে বরিশাল বিভাগীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় তা’লীম ও তারবিয়াত সম্পাদক প্রিন্সিপাল রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।
পবিত্র কুরআন তেলাওয়াতের পর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, খলিফা পট্টি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মুজির উদ্দিন। বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. এসএম সাখাওয়াত হুসাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাকসুদউল্লাহ আমিনী, পটুয়াখালী জেলা আমির মাওলানা গোলাম সরোয়ার দলিল, বরিশাল প্রতিনিধি আজমল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি মাওলানা ইসহাক আলী, ঝালকাঠি জেলা প্রতিনিধি মুহাম্মদ আবদুর রাজ্জাক, ভোলা জেলা নায়েবে আমির মাওলানা মীর বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: শফিকুল ইসলাম, ভোলা সদর থানা আমির মাওলানা আমিনুল ইসলাম, জমিয়াতে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: আনোয়ার হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ