মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। এ ছাড়া মদ কেনার জন্য আগে লাইসেন্স করতে ফি লাগলেও তা মওকুফ করা হয়েছে।
আজ সোমবার যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দুবাইয়ের অন্যতম দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে মদের ওপর থেকে কর প্রত্যাহার ও মদ কিনতে লাইসেন্স ফি না লাগার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা।
আর দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হয়েছে।
দুবাইয়ের শীর্ষ দুই অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্যতম এমএমআই। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ‘৩০ শতাংশ পৌর ও বিনা ফিতে লাইসেন্স পাওয়ায় আপনি আগের চেয়ে সহজে ও সুলভে আপনার পছন্দের পানীয় কিনতে পারবেন।’
আফ্রিকান+ইস্টার্ন নামের অপর শীর্ষ অ্যাহকোহল সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছেন, মদের ওপর কর প্রযোজ্য হবে না, তবে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) থাকছেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।