Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল চোরচক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৬:১৬ পিএম

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে মোবাইল চোরচক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্যরা হলো- মো. জাহিদ হাসান পারভেজ (৩৯), মো. সবুজ গাজী (৩৬), মো. নবীর হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর আলম খান (৩৫)।


গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০২ টি চোরাই মোবাইল, ৪৯৮ টি ব্যাটারী এবং ১৭ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।


রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ