Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপির গণমিছিল পিছিয়ে ৩০ ডিসেম্বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:০৩ পিএম

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করা হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, অন্য কোনো দলের কর্মসূচি ব্যাহত হোক কিংবা সংঘাত হোক তা বিএনপি চায় না।
এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি
এদিকে, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর সারাদেশে মিছিল ও সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চও। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে কালো দিন উল্লেখ করে ওইদিনের প্রতি ঘৃণা জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি



 

Show all comments
  • Tutul ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:৫০ পিএম says : 0
    বিএনপি ভালো কাজ করেছে। কারণ তারা সংঘাত চায় না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ