Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্পাত উৎপাদনে বিশ্বে শীর্ষ দশে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১১:১৬ পিএম

ইস্পাত হচ্ছে এমন একটি পরিবেশ বান্ধব এবং টেকসই পণ্য যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস্পাত বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য প্রকৌশল এবং নির্মাণ সামগ্রী হিসেবে বিবেচিত।

আর এই পণ্যটি উৎপাদনে ইরানকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।

ইস্পাত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাড়ি এবং নির্মাণ পণ্য, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন, মালবাহী জাহাজ এবং অস্ত্রোপচারের স্ক্যাল্পেলগুলিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ উপাদানটি।

সম্পত্তির ক্ষতি ছাড়াই এটি বারবার পুনর্ব্যবহার করা যায়। ইস্পাত পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্ব্যবহারযোগ্য, এর রয়েছে দুর্দান্ত স্থায়িত্ব। অন্যান্য উপকরণের তুলনায় উৎপাদনের জন্য আংশিকভাবে কম পরিমাণে শক্তির প্রয়োজন হয়।

২০২২ সালের প্রথম দশ মাসে ইরান ২ দশমিক ৯ মেগাটন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে।

এই কারণেই ইরান বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী হিসেবে দাঁড়িয়েছে উঠে এসেছে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ