বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ে সাজাপ্রাপ্ত সলেমান আলী (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।জানা যায়, মৃত সলেমান আলী দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, গত সোমবার মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সলেমান আলীকে এক মাসের কারাদ- দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মাদকাসক্ত দেখে কারগার কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো.সফিকুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় আসছিল পরে মাদকাসক্ত দেখে ওই দিনেই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।