Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরানে আরও এক যুবকের প্রকাশ্যে ফাঁসি কার্যকর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১০:২২ এএম

প্রতিবাদ বিক্ষোভের কারণে ইরানে সোমবার ভোরে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়েছে মাজিদরেজা রাহনাভার্ডের (২৩)।

দেশটির মাশহাদ শহরে এই ফাঁসি কার্যকর করা হয়। এ ঘোষণা দেয়া হয়েছে বিচার বিভাগ থেকে।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, আদালত দেখতে পেয়েছে মাজিদরেজা আধাসামরিক বাহিনী বাসিজ রেজিসট্যান্স ফোর্সের দু’সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ জন্য আদালত তাকে ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে।

মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো সতর্ক করেছে এই বলে যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে লজ্জাজনক বিচারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে আদালত।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগহাদ্দাম টুইটে বলেছেন, এর ফলে ইরানকে অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেছেন, ইরানে আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে। এরই মধ্যে এক ডজনের মতো মৃত্যুদণ্ড ইস্যু করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে গণহারে মৃত্যুদণ্ড দেয়ার বড় রকমের ঝুঁকি আছে।

বিক্ষোভ করার কারণে গত বৃহস্পতিবার প্রথম এমন ফাঁসি দেয়া হয়।ওইদিন মোহসেন শেকারিকে (২৩) মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ