মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনা শুরু করেছে ইরান। ডেইলি সাবাহ এই খবর জানিয়েছে।
দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা কয়েক দশক পুরানো বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন পর্যালোচনা শুরু করেছে’। কারণ এই ইস্যু নিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ ও দমন পীড়ন চলছে।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনের মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। শরিয়াহ-ভিত্তিক আইন লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশ তাকে আটক করেছিল।
এই ঘটনার জেরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীরা তাদের মাথার হিজাব খুলে আগুন ধরিয়ে দেন এবং সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
মাশা আমিনের মৃত্যুর পর নারীদের হেডস্কার্ফ পরার সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। বিশেষ করে তেহরানের উত্তরে উচ্চাবিলাসী এলাকাগুলোতে নারীদের মাথায় স্কার্ফ পরার সংখ্যা ত্রুমবর্ধমান হারে কমেছে।
ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বলেছেন, ‘আইনটিতে কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা তা নিয়ে পার্লামেন্ট এবং বিচার বিভাগ উভয়ই কাজ করছে।’
তবে দুটি সংস্থা আইনে কী ধরনের পরিবর্তন আনতে পারে, সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।