Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়াতুল্লাহ খামেনির ভাগ্নি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:২৩ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগ্নি ফরিদেহ মোরাদখানি দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিজের সমর্থন ঘোষণা করেছেন। এরই মধ্যে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির মতো স্বৈরশাসকদের তুলনা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফরিদেহ মোরাদখানি বলেছিলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাজনৈতিক স্বৈরশাসকদের নিপীড়ন আমাদের আর কত দিন দেখতে হবে? হিটলার, মুসোলিনি, চশেস্কু, গাদ্দাফি, সাদ্দাম হুসাইন, রুহুল্লাহ খোমেনি ও সর্বশেষ আয়াতুল্লাহ খামেনির সময়ের অভিজ্ঞতা কি যথেষ্ট নয়?’
ফরিদেহ আরও বলেন, ‘হে পৃথিবীর মানুষ, আমাদের পক্ষে থাকুন। আপনাদের সরকারকে বলুন, এ খুনি ও শিশু হত্যাকারী শাসকদের সমর্থন বন্ধ করতে। ধর্মীয় নীতিনৈতিকতার প্রতি খামেনি সরকারের কোনো আনুগত্য নেই। তারা ক্ষমতা ধরে রাখা ও বলপ্রয়োগ ছাড়া কিছুই বোঝে না।’
ফরিদেহর এসব মন্তব্যের একটি ভিডিও তার ভাই মাহমুদ মোরাদখানি ইউটিউব ও টুইটারে পোস্ট করার পর তা ইরান প্রশাসনের নজরে আসে। তবে কখন এ মন্তব্যের ভিডিও করা হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। মাহমুদ মোরাদখানি বলছেন, তার বোনকে গত বুধবার গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে।
ইরানের মানবাধিকারকর্মীদের সংবাদ সংস্থা হারানা জানায়, চলমান বিক্ষোভে উসকানি ও সহায়তার অভিযোগে গত বুধবার ফরিদেহকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে রয়েছেন। জেলে যাওয়ার আগেই এ ভিডিওটি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ