Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় রং ও রাসায়নিক মিশিয়ে দই তৈরির অভিযোগে মালিকের জরিমানা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১:৪৮ পিএম

নিষিদ্ধ রং এবং রাসায়নিক মিশ্রণ দিয়ে দই ও মিষ্টি তৈরির অভিযোগে এক দই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে শম্পা দধি ভান্ডার নামের ঐ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।

এসময় শম্পা দধি ভান্ডারের সত্ত্বাধিকারী আব্দুর সবুর মিন্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, "প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ রং এবং ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে দই-মিষ্টি তৈরি করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ