Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে সাগরে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু।

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৪:২০ পিএম

পটুয়াখালীর মহিপুর থানার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাল সাগরে ফেলার সময় জালের সঙ্গে আটকে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। ৫ জন জেলে মালিকনাধীন ট্রলার নিয়ে মাছ ধরতে যান। সকাল বেলা সাগরে মাছ ধরার জন্য খেয় মারার সময় জালের সঙ্গে আটকে নিজাম পানিতে ডুবে, পরে ট্রলারে থাকা অন্য জেলেদের মধ্যে ২ জন জেলে সাগরে নেমে উদ্বারের চেষ্টা করে কিন্তু জীবিত উদ্ধার করতে পারেনি।অনেকক্ষণ চেষ্টার পরে তাকে মৃতু অবস্থায় উদ্ধার করেন।
ওই ট্রলারের জামাল মাঝি জানান, আমি ট্রলারের ছুকান ধরা ছিলাম। নিজাম সাগরের পরার সাথে সাথে ২ জন জেলে সাগরে নেমে উদ্বারের চেষ্ট করে বাঁচানো গেলে না। মৃত নিজাম হাওলাদারের বাড়ি ধুলাসার ইউনিয়নে নয়াকাটা গ্রামে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, আমি শুনার পর ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ