Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৬:৫৬ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৪৪) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে মিরপুর আদর্শপাড়া সংলগ্ন ১৭৮-২নং পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ুন কবির মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি আশা এনজিও সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোমেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ