মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে পুলিশের হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনির চল্লিশা উপলক্ষে স্মরণসভায় গুলি চালিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কুর্দি একটি মানবাধিকার গোষ্ঠী জানায়, সাকেজ শহরের জিনদান স্কয়ারে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে। তবে এতে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহসার স্মরণে শোক প্রকাশ করতে লোকজন কবরস্থানে জড়ো হয়েছিল। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) মাহসার চল্লিশা উপলক্ষে কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে তাঁর কবরের কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। স্মরণসভায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ বাধা দিলে সমবেত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তা বিবেচনায় সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের তরুণী মাহসা। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান তিনি। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এর জেরে মাহসার নিজ শহর সাকেজ থেকে বিক্ষোভ শুরু হয়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ এখনো চলমান। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।