বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগিপট্টিতে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দীপক কর্মকার বলেন, ‘দোকান বন্ধ করে ফেরার পথে স্থানীয় ৮-১০ জন আমাকে মারধর করে। তারা আমার সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও দোকানের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরত পেলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যগ ফেরত পাইনি।’
আজ বুধবার দুপুরে দীপক কর্মকার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।