Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে পরিচয়ের সূত্রধরে প্রেম, অতঃপর ধর্ষণ : প্রেমিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৬:৩৪ পিএম

ফতুল্লায় ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, অতঃপর বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকের বোনের বাড়িতে গিয়ে জোরপূর্বক প্রেমিকাকে (১৯) ধর্ষণ করে প্রেমিক যুবক ।
পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নির্যাতিতা প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় রোববার (২৩ অক্টোবর) রাতে ধর্ষক প্রেমিক কৃষ্ণ দাস (২৪) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কৃষ্ণ দাস কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাবুল চন্দ্র দাসের পুত্র।
মামলায় উল্লেখ্য করা হয়,সে শাসনগাওস্থ তার বড় বোনের বাসায় বসবাস করে ফতুল্লার বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করে আসছিলো।গত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রেফডারকৃত কৃষ্ণ দাসের সাথে পরিচয় হয়।
পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে প্রতিনিয়ত তারা যোগাযোগ করতো এবং কথাবার্তা বলতো। তাকে বিবাহ করার প্রলোভন দেখায়। চলতি মাসের ৮ তারিখ সকাল আটটায় গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর বোনের বাসায় এসে তার বোন ও বোন জামাইয়ের সাথে কথা বলে এবং বাদী কে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়।
এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর রুমে গিয়ে তাকে বিয়ে করার কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়, এবিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ