বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। আজ রোববার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযানকালে ফুলতলার দামোদর উত্তর পাড়ায় নোংরা পরিবেশ ও অনুমোদনহীন রং ব্যবহার করায় আল মদিনা সুইটসকে ৫ হাজার টাকা,
বাজারে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, মূল্য বিহীন বিদেশী কসমেটিকস সামগ্রী বিক্রয়, অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রয় করায় লক্ষী বাণিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রি করায় লক্ষি মা ভান্ডারকে ৫ হাজার টাকা ও মেসার্স সুজয় কুন্ডুকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ পচিশ হাজার টাকা।
অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসরণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।