Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শামির শেষ ওভারের ভেলকিতে রোমাঞ্চকর প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ২:২৩ পিএম

মূল রাউন্ড শুরুর আগ মুহূর্তে চলছে প্রস্তুতি ম্যাচ। যেখানে ফলাফল থেকে দলগুলোর কাছে মুখ্য নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়ে বিশ্বকাপের মঞ্চে কতটা প্রস্তুত হয়ে যেতে পারলো সেটা নিশ্চিত করার উপর।

আজিদের সামনে ১৮৭ রানের লক্ষ্য দাড় করানোর পর ভারতের দলপতি রোহিত শর্মা জেতার চিন্তা না করে বিশ্বকাপে তার সম্ভাব্য সবকটা বোলিং অপশনকে বাজিয়ে দেখছিলেন।

শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ১১ রান, হাতে ছিল ৪ উইকেট।পুরো ম্যাচে এক ওভারও বল না করা মোহাম্মদ শামিকে রোহিত নিয়ে আসলেন বোলিং এ। হয়ত দেখতে চাইছিলেন ডেথ ওভারে বল করার জন্য এই সিনিয়ার পেসারের এর যথেষ্ট ভেরিয়েশন আর স্কিল আছে কিনা।তবে সেই ওভারে বল হাতে এই ডান হাতি পেসার যা করলেন তাতে বিশ্বকাপে ভারত চাপের মুহূর্তে তার ওপরই যে ভরসা করবে এটা একরকম ধরে নেয়া যায়।শেষ চার বলে চার উইকেট(একটি রান আউট) নিয়ে তিনি প্রায় হারা ম্যাচ ভারতকে ৬ রানে জেতান তিনি।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত
কে এল রাহুল ও সূর্য কুমার যাদবের ঝড়ো অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে তুলে ১৮৬ রান।ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে সে টার্গেট প্রায় ভেঙে ফেলেছিল অস্ট্রেলিয়া। তবে শামির শেষ ওভারের ম্যাজিকে তা আর হতে হতেও হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তুতি ম্যাচ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ