নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগের দিন যখন ঢাকায় পা রাখে আফগানিস্তান, নিরাপত্তার চাদরে আবৃত হয়ে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে টিম হোটেলে পৌঁছায় তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভিআইপি নিরাপত্তাই পায় তারা। সে ধারা অব্যহত ছিলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল অনুশীলন করার সময়ও। ভিআইপি নিরাপত্তা বেষ্টনির মধ্যেই মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে হালকা ওয়ার্মআপের পর স্ট্রেচিং শেষে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেয় আফগান শিবির। প্রায় তিন ঘণ্টা অনুশীলন করার পর পুনরায় হোটেলে ফিরে যান তারা।
এই প্রস্তুতি নিয়েই আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আফগানবাহিনী। বিসিবি একাদশের সঙ্গে এ ম্যাচ খেলার পর ২৫ সেপ্টেম্বর মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়ার অপেক্ষায় দিন গুণছেন মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান মিরাজ। আশা পূরণ হবে কিনা, সেটি বলবে সময়। তবে আপাতত দুজন জায়গা পেয়েছেন আজকের আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন (জুনিয়র), শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।