Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচের ২ দলেই সৌম্য

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হেরে গেছে বাংলাদেশ। আরো দু’টি ওয়ানডের পর মাঠে গড়াবে দুই টেস্টের সিরিজ। তার আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটির জন্য ১২ সদস্যের দুটি দল ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায়। প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সাব্বির রহমান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য সরকার। সৌম্য আছেন দুই দলের স্কোয়াডেই। তবে সাব্বির খেলবেন শুধু প্রথমটিতেই।
সৌম্য ছাড়াও দুই ম্যাচের স্কোয়াডেই জায়গা পেয়েছেন উঠতি প্রতিভাবান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান, তরুণ ওপেনার সাদমান ইসলাম ও পেসার এবাদত হোসেন। পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত খেলেছিলেন ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতেও। নজর কেড়েছিলেন ২ উইকেট নিয়ে। ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যরে ম্যাচে গত দুই মৌসুমেই রানের বন্যা বইয়ে দেয়া শাহরিয়ার নাফীস খেলবেন প্রথম ম্যাচে। সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে। টেস্ট দলে জায়গা পাওয়ার দাবিদার দুই পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন আছেন একটি করে ম্যাচের দলে। আগামী ১৪-১৫ অক্টোবর ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হবে টানা দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২০ অক্টোবর থেকে।
প্রথম ম্যাচের স্কোয়াড : সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
দ্বিতীয় ম্যাচের স্কোয়াড : সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তুতি ম্যাচের ২ দলেই সৌম্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ