Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-হংকং প্রস্তুতি ম্যাচ বাতিল

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টি-২০ বিশ্বকাপের আগে হংকংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না, এমন শঙ্কা জেগেছিল আগেই। এশিয়া কাপে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্স সেই শঙ্কাকে আরও বাস্তবে টেনে এনেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা তাই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ মার্চ বাংলাদেশ-হংকংয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ বাতিল। চলমান এশিয়া কাপের ফাইনাল হবে আগামী ছয় মার্চ। বাংলাদেশে তিন ম্যাচের মধ্যে জিতেছে দুটিতে। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে ফাইনাল খেলবে বাংলাদেশ। ফলে অনুমিতভাবেই ভারতের ধর্মশালায় পাঁচ মার্চ হংকংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। এমন সম্ভাবনার কথা আন্দাজ করতে পেরে আগেই ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে আইসিসি। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে যাবে টি২০ বিশ্বকাপের লড়াই। তবে শুরুটা প্রাথমিক রাউন্ড দিয়ে। দুটি গ্রুপে চারটি করে দল খেলবে এই রাউন্ডে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল যোগ দেবে সুপার টেন পর্বে। সুপার টেন পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। নাগপুরে সেই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রাথমিক রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারলে ১৬ মার্চ হবে টাইগারদের প্রথম খেলা। কোলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফি বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-হংকং প্রস্তুতি ম্যাচ বাতিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ