Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকে সরকারি খাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১১জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ৮টায় কালারুকা ইউপির রায়সন্তোষপুর সংলগ্ন ঝাওয়া ব্রিজে এ ঘটনা ঘটে। জানা যায়, রায়সন্তেুাষপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল করিম ঝাওয়া ব্রিজ এলাকায় বোর জমিতে পানি সেচের বিষয় নিয়ে একই গ্রামের ছালিক মিয়াকে শারিরীক নির্যাতন করেন। এ ছাড়াও রায়সন্তোষপুর গ্রামবাসীর কাছ থেকে সরকারি খাল লিজ নিয়ে জবরদখলের অপচেষ্টায় লিপ্ত হন। এর জেরধরে গ্রামবাসী আব্দুল করিমকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া ব্রিজের নিচে সড়ক ও জনপথ বিভাগের খালে মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু তাদের বাধা-নিষেধ অমান্য করে মাছ ধরতে গেলে আব্দুল করিম ও তার গোষ্টীর লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হন গ্রামবাসী। এসময় পুলিশের উপস্থিতিতে ব্রিজের মধ্যেই দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১১জনকে সিলেট ও অন্যান্য আহতদের ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের একপর্যায়ে আব্দুল করিম ঝাওয়া রেল ব্রিজের পশ্চিমের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে আত্মগোপন করেন। তার গোষ্টির লোকজন মোহনপুর, হাসনাবাদ, নৌকাকান্দি, হাসনাবাদবাজার, খাইরগাঁওসহ বিভিন্ন এলাকায় গিয়ে আত্মরক্ষা করেন। গ্রামবাসীর দাবি হচ্ছে ঝাওয়া ব্রিজের নিচের সরকারি খালটি হচ্ছে পঞ্চায়েতের একটি আয়ের উৎস। কিন্তু গ্রামবাসীর কাছ থেকে খাল লিজ এনে কয়েক বছর থেকে এর বিনিময় না দিয়ে অবৈধভাবে জবরদখলের অপচেষ্টা চালান। এ অভিযোগে অবশেষে ঘটনার গ্রামবাসী মাছ ধরতে গেলে দু’পক্ষে সংঘর্ষ বাঁধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্ধশতাধিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ