রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দ ইয়াছিন সুমন, দাগনভূঞা (ফেনী) থেকে
দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা। এসব সড়কে যানবাহন চলে হেলে-দুলে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন সংযোগ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ২/৪টি দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়কগুলোতে চলার উপায় নেই, তারপরও যেন দেখার কেউ নেই। সরেজমিন ঘুরে দেখা যায়, জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিভিন্ন সড়কের যাত্রীরা অভিযোগ করেছেন সড়কের বেহাল দশার কারণে সিএনজি অটোরিকশা, অটোরিকশা ও রিকশা ভাড়া বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। বাধ্য হয়ে চালকদের দিতে হচ্ছে যাত্রীদের কষ্টার্জিত অতিরিক্ত অর্থ। এলজিইডির দুধমুখা-ভূঞারহাট সড়ক, তুলাতলী-রঘুনাথপুর সংযোগ সড়ক, সিলোনীয়া-আমুভূঞারহাট সড়ক, বিরলী-কোরাইশমুন্সি সড়ক, কৈখালী-কোরাইশমুন্সি সড়ক, দরবেশেরহাট-সিন্দুরপুর সড়ক, দরবেশেরহাট-কৌশল্যা সড়ক, চুঙ্গারপুল-চৌধুরীহাট সড়ক, দাগনভূঞা-গজারিয়া সড়ক, ওমরপুর-সিলোনিয়া সড়ক, জাঙ্গালিয়া-প্রতাপপুর সড়ক, কোরাইশমুন্সি-সেনবাগ সড়ক, কোরাইশমুন্সি-সেবারহাট সড়ক, বেকেরবাজার-বটতলা সড়ক, নতুনপুল-এতিমখানা বাজার সড়ক, এতিমখানা বাজার-চৌধুরীহাট সংযোগ সড়ক, এতিমখানা বাজার-এনায়েত ভূঞা বাজার সড়ক, এতিমখানা বাজার-তালতলা সড়কসহ অর্ধশতাধিক সড়কের সবকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে বড় বড় গর্ত দেখা দিয়েছে, কিনারা ভেঙে বিলীন হয়ে গেছে পাশের খাল, পুকুর ও আবাদি জমিতে। সড়ক ও জনপদ বিভাগের ফেনী-সোনাইমুড়ি সড়কে প্রতিদিন চলাচল করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী শতাধিক পণ্যবাহী ট্রাক। অন্যদিকে অর্ধশতাধিক সড়কের দুরবস্থার ফলে যানবাহন বিকল্প সড়কে চলাচল করায় ইতোমধ্যে সেসব সড়কে ফাটল ও আস্তর ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। সড়ক নির্মাণ ও মেরামতে বরাবরই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্মমানের উপকরণ ব্যবহার ও পরিমিত বিটুমিন না দিয়ে কাজ করার অভিযোগ তুলেছেন বিভিন্ন সড়কের যাত্রী ও স্থানীয়রা। এলাকাবাসী জানিয়েছেন, কর্তৃপক্ষের যথাযথ তদরকির অভাবে ঠিকাদাররা নিম্নমানের কাজ করেও পার পেয়ে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. মোশাররেফ হোসেন বলেন, ইতোমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবকটি সড়ক মেরামত করা হবে। সড়ক সংস্কারে দৃষ্টি আকর্ষণ করা হলে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ইনকিলাবকে বলেন, সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে জনগণের হয়ে দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক সংস্কারে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।