প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটি আগামী ১৭ জুন অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। এ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হবে আদর আজাদের। ইতোমধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক, ট্রেইলর ও পোস্টার প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে। সৈকত নাসির বলেন, ওয়ার্ল্ড রেকর্ড আছে যে ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়। আমার এ সিনেমার গল্পই মূল। আদর-বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছেন। সিনেমাটির গান ও ট্রেইলর দর্শক খুবই পছন্দ করেছে। এরই মধ্যে বড় বড় প্রেক্ষাগৃহগুলো বুকিং হয়েছে। সামনে দুই সপ্তাহে ৫০-এর সংখ্যা বেড়ে ৭০ হয়ে যাবে আশা করি। এতটুকু বলতে পারি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। বিভিনড়ব চরিত্রে অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।