Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে আত্মঘাতী হামলা অর্ধশতাধিক নিহত

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ৬০ জনেরও বেশি। বাগদাদের উত্তরাঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা জনান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। মহররমের শোভাযাত্রা চলাকালে এ হামলা চালানো হয়। বিভিন্ন খবরে বলা হয়, দুপুরে খাবার সময় এক জঙ্গি তার শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় একটি তাঁবুতে। সে সময় সেখানে বসে বহু শিয়া দুপুরের খাবার খাচ্ছিল। আইএস এক বিবৃতিতে জানায়, বাগদাদের শায়াব এলকায় বহু মানুষের ওপর এই হামলা চালানো হয়। খবরে বলা হয়, অনেক শিয়া মুসলিম রাজধানীর ওই শহরটিতে আশুরা পালনের জন্য জড়ো হয়েছিলেন। সপ্তম শতকে মহানবী (সা)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা)-এর স্মরণে তারা শোক পালন করছিলেন। এ রকমই একটি তাঁবুতে মধ্যাহ্নভোজের সময় একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তাঁবুটি মানুষে পরিপূর্ণ ছিল। এ ঘটনার পর মেসেজিং অ্যাপস টেলিগ্রামের মাধ্যমে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। এর আগেও তারা শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। এর আগেও শিয়া মুসলিমদের ওপর এ রকম হামলা চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। চলতি বছর এ পর্যন্ত আইএসের বোমা হামলায় বাগদাদে কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে আত্মঘাতী হামলা অর্ধশতাধিক নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ