Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তা ইরানের নিষেধাজ্ঞায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ইরানের পিপল’স মুজাহিদিন অর্গানাইজেশন (এমইকে)-কে সমর্থন দেওয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ৬১ জন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার তালিকাটি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মুজাহিদিন-ই খালক (এমইকে) সংগঠনকে ইচ্ছাকৃত সমর্থন দিয়ে আসছেন তারা। এটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে তেহরান। প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে সংগঠনটি। তালিকায় রয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সিনেটের টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ডও রয়েছেন। তেহরানের দাবি, তালিকায় যাদের নাম এসেছে তারা বিভিন্ন অনুষ্ঠানে সন্ত্রাসবাদী সংগঠন এমইকে’র প্রতি সমর্থন জানায়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে নারী শিশুসহ অন্তত ১৭ হাজার নিরীহ ইরানের নাগরিককে হত্যা করেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তা ইরানের নিষেধাজ্ঞায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ