গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : সিলেটের ২৭৬৩টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ পাস ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন বিকেল ৪টায় শেষ হয়। জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে সিলেট জেলা ও মহানগরের ৫ লাখ ৬ হাজার ৯৭৭ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, সিলেট জেলার ১২ উপজেলায় অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ২৪১৬টি, স্থায়ী টিকাকেন্দ্র ১২টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৯৯টি, ও ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র রয়েছে ৩৬টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ৩ জন করে ৬ হাজার ৮৬০ জন সেচ্ছাসেবী কাজ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।