Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৬:৪৪ পিএম



ময়মনসিংহে ট্রেনে কাটা পরে আনোয়ার কবীর কাঞ্চন (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে নগরীর উসমান ফার্নিচারের ম্যানেজার ছিল। তার বাড়ী নগরীর কাশর আউটার স্টেডিয়াম এলাকায় বলে জানা গেছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে নগরীর কলেজ রোড রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এই দূর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট রেলক্রসিংয়ের গেইট ম্যান সাদিক হোসেন জানান, একজন লোক ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাটঁছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে সে কাটা পরে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আনোয়ার কবীর কাঞ্চন নানা কারণে দুশ্চিন্তাগ্রস্থ ছিল। তাছাড়া সে কানে কম শুনত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ