Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে মা-ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে ২ টি নৌকা ও সাড়ে তিন লাখ কারেন্ট জাল জব্দঃ ২৫ হাজার টাকা জরিমানা

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৬:৫৩ পিএম

মা-ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ টি নৌকা ও সাড়ে তিন লাখ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ৫ জেলেকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১১অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

আটক নিষিদ্ধ জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ শিকারের সময় ৫ জন জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মা-ইলিশ ধরার বন্ধের প্রথম প্রহর থেকেই প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। মা-ইলিশ রক্ষার বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপার সকলের সহযোগিতা করতে হবে। অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ