Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ২ জেলেকে জরিমানা

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৫:৪৭ পিএম


চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার কারার দায়ে দুই জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গহিরা বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম। পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মুমিন মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২ জেলেকে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ের মধ্যে মাছ শিকার,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পন্ন নিষিদ্ধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা অথবা কারাদন্ডে দন্ডিত করা হবে। অভিযান অব্যাহত থাকবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ