মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জনের দাবি করেছে ইউক্রেন। প্রতিপক্ষ রাশিয়াও স্বীকার করেছে, ইউক্রেনের সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে প্রতিরক্ষা ব্যুহ ভেঙে অনেক গভীরে প্রবেশ করেছে। সর্বশেষ, কিয়েভ দাবি করেছে তাদের সেনারা খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনে দাবি করেছে-তাদের সেনারা ‘রাশিয়ার অন্তর্ভুক্ত’ খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। দেশটির দাবি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অগ্রগতি অর্জিত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করেছে।’
এ ছাড়া, ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলেও বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। লুহানস্কের পাশাপাশি পার্শ্ববর্তী দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে কিয়েভ। গতকাল বুধবার লুহানস্কে ইউক্রেন কর্তৃক নিযুক্ত আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই দাবি করেন।
টেলিগ্রাম বার্তায় সেরহি গাইদাই বলেন, ‘লুহানস্ককে দখলদার মুক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা রাশিয়ার সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আবারও ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।’
কেবল লুহানস্ক নয়, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে। খেরসন অঞ্চলের একটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ তম মেরিন ব্রিগেডকে খেরসনের ‘ডেভিডিভ ব্রিড’ গ্রামে পতাকা ওড়াতে দেখা গেছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।