Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাস্তায় মালামাল রেখে চলাচলে বিঘ্ন ঘটায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৪:৪২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তার উপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এসময় আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২ ব্যবসায়ীকে ১ হাজার করে মোট ২হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি এবিষয়ে অন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ