Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমি হিজাবের পক্ষে বা বিরুদ্ধে নয়’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১:১৬ পিএম | আপডেট : ৭:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২২

জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি নারীদের হিজাব পরা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে হিজাব পরার দাবি নিয়ে উত্তাল হয়েছিল ভারত। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়ায়। অন্যদিকে, সাত বছরের বেশি বয়সী নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে ইরান। দেশটির নারীরা হিজাব না পরার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আদনান সামি লিখেছেন, ‘যদি তথাকথিত মৌলবাদীরা দাবি করেন এটা কোরআনে লেখা আছে, তাহলে সেটাও নারী আর আল্লাহর মধ্যকার ব্যাপার। সেটা আপনার সমস্যার কারণ হওয়া উচিত নয়! দয়া করে আপনারা নিজের চরকায় তেল দেন।’

হিজাব পরা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি হিজাবের পক্ষে বা বিরুদ্ধে নয়। কিন্তু ব্যক্তি সিদ্ধান্তের পক্ষে। যদি কোনো নারী তার ইচ্ছায় হিজাব পরেন, তাহলে আমার আপত্তি নেই। আবার যদি কেউ হিজাব না পরতে চান, তাহলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি নারীকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে হিজাব পরতে বাধ্য করে সেটি আমার সমস্যা।’



 

Show all comments
  • Md. Yousuf ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:২১ পিএম says : 0
    মোনাফিকের আলামত
    Total Reply(0) Reply
  • মুস্তাফীজ আল-মামুন ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম says : 0
    কেউ হিজাব পরলে লাঠিসোঁটা দিয়ে ভয় দেখিয়ে হিজাব খুলতে বাধ্য করার কথা কুরআনের কোথায় লেখা আছে?
    Total Reply(0) Reply
  • MD Akkas ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৫ পিএম says : 0
    আদনান সামি কোরআনে আছে। মানে আপনি মানতে বাধ্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ