মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর আয়ারল্যান্ডে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ব্যবস্থার বিষয়ে উত্তেজনা নিরসনে ইইউর সাথে কাজ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অনুরোধ করবেন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতিসংঘের শীর্ষ সম্মেলনের জন্য নিউইয়র্কে ভ্রমণের পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হবে। উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলকে অগ্রাহ্য করার পরিকল্পনা নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাস বলেন, তিনি চুক্তির সমস্যাগুলিকে প্রবাহিত হতে দেবেন না। নিউইয়র্কে সাংবাদিকদের প্রদত্ত এক প্রতিবেদনে তিনি জানান, যুক্তরাজ্যকে অবশ্যই উত্তর আয়ারল্যান্ডে একটি নতুন সরকার গঠনে বাধা দেওয়ার সমস্যাগুলো সমাধান করতে হবে। পূর্ব থেকে পশ্চিমের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণে অবাধ প্রবাহিত বাণিজ্য নিশ্চিত করতে হবে। বাইডেন ও ট্রাস উভয়ই প্রোটোকল নিয়ে সাংঘর্ষিক একটি আলোচনার অন্তর্ভুক্ত ছিলেন। যেটি লন্ডন ও ব্রাসেলসের মধ্যে অগ্রাধিকার যোগ্য ছিল। বরিস জনসন প্রধানমন্ত্রী থাকাকালীন এই প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জেক সুলিভান মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট বাইডেন উত্তর আয়ারল্যান্ড শান্তি চুক্তি রক্ষার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাজ্য ও ইইউকে উৎসাহিত করবেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।