Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

এনআইডি জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

খুলনার হরিণটানা ইসলামনগর হল রোড এলাকা থেকে এনআইডি জাল চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবকের নাম মো. ফাহমিদ হাসান। সে সোনাডাংঙ্গা থানার বানরগাতি এলাকার আলামিন মহল্লার বাসিন্দা। তার বিরুদ্ধে জাল এনআইডি কার্ড, ভুয়া সনদপত্র ইত্যাদি তৈরি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

গতকাল রোববার সকালে র‌্যাব জানায়, খুলনার হরিণটানা থানাধীন ইসলামনগর হল রোড এলাকায় একটি জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্য পায় র‌্যাব-৬। যে চক্রটি জাল এনআইডি কার্ড, জাল সনদপত্র ইত্যাদি প্রস্তুত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, লবনচরা, খুলনার একটি টিম ওই চক্রকে গ্রেফতারে গত শনিবার অভিযান পরিচালনা করে। এ সময় হরিণটানা থানার ইসলামনগর হল রোডের পাশে শাহীন মার্কেটে মারফী প্যালেস কম্পিউটারের দোকান হতে ফাহমিদকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, একটি প্রিন্টার, তিনটি জাল সার্টিফিকেট, একটি জাল এনআইডি কার্ড, একটি মোবাইল ও দুইটি সীম কার্ড জব্দ করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআইডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ