পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারো বিরুদ্ধে মামলা দায়ের করলে বাদীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি এজাহারের সঙ্গে যুক্ত করতে হবে। গতকাল সোমবার এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। অর্ধশত ভুয়া মামলায় রাজধানীর বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের দায়ের রিটের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কাঞ্চনের বিরুদ্ধে দায়েরকৃত ৪৯ মামলার বাদীদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কাঞ্চনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট এমাদুল হক বসির। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।
প্রসঙ্গত: গত ৭ জুন নারী নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা মাথায় নিয়ে রিট করেন ঢাকার শান্তিনগরের একরামুল আহসান কাঞ্চন। রিটে তিনি এসব মামলার বাদীদের নাম-পরিচয় ও সন্ধান চান। একই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (সিআইডি), মহাপরিচালক র্যাব, ঢাকার পুলিশ কমিশনারসহ ৪০ জনকে বিবাদী করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।