Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত: ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৫ পিএম

আন্তর্জাতিক নিয়ম মেনে চলা এবং একটি নির্ভরশীল সদস্য হিসেবে প্রমাণ করলেই যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমস্যা-বিষয়ক সার্বিক চুক্তিতে ফিরে আসতে পারবে।

গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ-কথা বলেছেন। তিনি এদিন নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমস্যা-বিষয়ক সার্বিক চুক্তি থেকে সরে এসেছে এবং ইরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা শাস্তি দিয়েছে।

তিনি যোগ করেন, এতে ইরান সরকার ও জনগণের বিরাট ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত গঠনমূলক মনোভাব নিয়ে চুক্তি পুনরুদ্ধারের চেষ্টা করা।

তিনি আরও বলেন, ইইউ এর আগে ২০১৫ সালের ইরানের পরমাণু সমস্যায় সার্বিক চুক্তির ‘চূড়ান্ত ফাইলে’ সর্বশেষ সাড়া দিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা করছে। ইরান চুক্তির বাস্তবায়নের জন্য বাধাগ্রস্ত কোনো নতুন দাবি জানায় নি। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ