Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রেনের বেহাল দশা

ইসমাইল হোসেন রাহাত | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস ঘেরা ময়লা নিষ্কাশনের ড্রেন পরিণত হয়েছে ময়লা স্তূপে। যা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিরক্তিকর ও হতাশজনক হয়ে উঠেছে। ড্রেনের ময়লা থেকে জন্ম নিচ্ছে জীবাণুবাহী মশা, যার ভয়ে সর্বদা তটস্থ থাকতে হয় শিক্ষার্থীদের। ড্রেনের উপর ঢাকনা নাথাকায় ক্রিকেট মাঠ ও জিমনেসিয়ামে যাবার পথে অনেক শিক্ষার্থী পা ফসকে ড্রেনের ভিতর পড়ে গিয়ে দুর্ঘটনারও শিকার হয়েছে। ড্রেনের পাশ ঘেঁষে গড়ে উঠেছে হোটেলের রান্নাঘর, ময়লা আবর্জনার ড্রেন থেকে উঠে আসা মশা-মাছি ও জীবাণুবাহী পোকা তরকারির উপর বসছে অবলীলায়। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ইবির শিক্ষার্থীরা। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ময়লা আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরি করতে ড্রেনগুলো পরিচ্ছন্ন করা এবং আকস্মিক দুর্ঘটনা এড়াতে ড্রেনের উপর ঢাকনার ব্যবস্থা করা।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রেন

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন